যখনই তোমায় দেখি
মনের মাঝে এক অচেনা কবিতা
গুন গুন করে ওঠে  ।
এ কবিতাকে কত বার
হৃদয়ে স্বর্ণাক্ষরে লিখে রেখেছি 
কিন্তু সে অলিখিত রয়ে যায় ।
কি জানি কেন মনে হয়
এ অচেনা কবিতাকে লেখা যায় না 
শুধুই মনের গভীরের 
সুপ্ত হৃদয়ে একটু ঠাঁই দিতে হয়।