এ সমাজ কত তাড়াতাড়ি 
নামকরণ করে দেয়, এক সম্পর্কের 
আমি পাগল, অর্থহীন ভাবে
খুঁজে বেড়াই সে নামের মাঝে
সেই শব্দের অর্থ 
আর সে অর্থের মাঝে 
সেই সম্পর্কের ইতিবৃত্ত।