ছিলাম আমি ভালই বেশ
উড়ে বেড়াতাম আপন মনে  
আকাশ থেকে আকাশ পানে 
সাগর থেকে নদীর টানে 
দূর থেকে দূর গগনে 
যেতাম আমি আপন মনে 
আনন্দ ছিল সদা সাথী
ছিল না কোন ক্লেশ মনে।  

কেন এলি আমার কাছে  
করলি বন্দী মনের খাঁচাই
বল তো উড়ি কেমন করে ?  
তুই তো বেশ ভালই আছিস 
কেটে দিয়ে ডানা দুটি 
উড়ছি তো বেশ ডানা মেলে 
বাহরে বাহ তোর ভালোবাসা