আমায় দেখে,  
আইনা তোমার ব্যঙ্গ হাঁসি 
তুমি কি ভেবেছ আমি অজ্ঞ
কিছুই জানি না, কিছুই বুঝি না
জানি, কেন তোমার বিদ্রুপ ভরা বক্র হাঁসি 
জানি আমার দোষগুলো 
মনের আইনা দেখিয়েছে আমায় বারংবার
হাঁ, সেই দোষগুলো 
যার পুনরাবৃত্ত হয় অহরহ।