মানবের রঙ বদল
গিরগিটের রঙ বদলানো দেখেছ কি?
শুনেছি রঙ বদলানোই তার নেশা
সে প্রকৃতির এক মহান রহস্য
শুধুই কি গিরগিটই রঙ বদলায়
রঙ বদলে কি মানবজাতি কম যায়
কে বলেছে মানব রঙ বদলে অক্ষম
মানুষ তো রঙ বদলে সবার সেরা
মুখের উপর অপ্রিয় সত্য বলেই দেখো
তৎক্ষণাত মানবের এক নতুন রঙ উন্মুচিত হবে
সে রঙ গিরগিটের রঙের চেয়েও রহস্যময়
সে রঙ বদলও প্রকৃতির সমঝের বাইরে।
শুনেছি রঙ বদলানোই তার নেশা
সে প্রকৃতির এক মহান রহস্য
শুধুই কি গিরগিটই রঙ বদলায়
রঙ বদলে কি মানবজাতি কম যায়
কে বলেছে মানব রঙ বদলে অক্ষম
মানুষ তো রঙ বদলে সবার সেরা
মুখের উপর অপ্রিয় সত্য বলেই দেখো
তৎক্ষণাত মানবের এক নতুন রঙ উন্মুচিত হবে
সে রঙ গিরগিটের রঙের চেয়েও রহস্যময়
সে রঙ বদলও প্রকৃতির সমঝের বাইরে।