দিকেদিকে চারিদিকে শুধুই তোমারই চর্চা 
শুনেছি নাকি অনেক বিদ্বান হয়েছ
জীবনের বড় বড় পরীক্ষায় প্রথম হয়েছ
কঠিন কঠিন পরীক্ষায় পাশ দিয়েছ।
সেই কবে থেকে আফসোস আমার হৃদয়ে
একবারও ভুল করে পড়নি সে কথাগুলো
যা এ হৃদয় তোমায় ব্যক্ত করেনি ।
ভেবে দেখ 
একদিন আমি চলে যাব চিরতরে
কবরের ছোট্ট ঘরে দফন হবে 
হৃদয়ের কোণে লুকায়িত অব্যক্ত কথাগুলো ।