ভোরের হাওয়ায় দোলা লেগে 
মনের দুয়ার যে আজ গেছে খুলে 
শির শির বাতাস বয়ে চলেছে মনে 
খুলে  গেছে এক নতুন পথ
হয়েছে বিস্তার মনের আঙিনায় 
এগিয়ে চলছে নতুন দিশায় ।  
কে পথিক একাকী দাঁড়িয়ে পথের মাঝে? 
বাধাহীন, মসৃণ রাস্তা ভয় নেই 
এগিয়ে যাও সম্মুখে দৃঢ়পায়ে 
যাওয়ার যাত্রী চলে গেছে অনেক আগে 
হয়তো পৌঁছে গেছে নিজ গন্তব্যে 
কেন বৃথা হাতছানি দাও তারে ।
হে পথ মিছে দুঃখে কোনও লাভ নেই    
অনেক পথিক আসতে যে বাকী 
খুঁজে দেখো পাবে অনেক নতুন সাথী 
খুঁজে নিও তাঁরে যারে লাগবে ভাল 
সাজিয়ে রেখ হৃদ-মাঝারে।