অনন্তকাল ধরে এক সুপ্ত ইচ্ছে    
লুকিয়ে  আমার জ্যোৎস্না রাতের হৃদয় মাঝে 
অক্টোপাসের কঠিন বাঁধনে জুড়ে নেব 
হারিয়ে যাওয়া আমাদের হৃদয় দুটি কে ।
যদি তুমি ঘৃণাও কর 
তবুও তোমার হৃদয়ের মাঝে   
একটু টুকরো জায়গা করে নেব 
তোমার হৃদয়ের মাঝে গড়ে তুলবো   
কারুকার্যে সাজানো এক বিশাল অট্টালিকা 
সেথায় হবে আমার চিরস্থায়ী ঠিকানা   
তুমি যদি মুছে ফেল সে ঠিকানা বারবার 
তবুও আমি অক্লান্তে লিখে যাব প্রতিবার।
আমার হৃদয়ে গড়বো প্রেমের সাম্রাজ্য 
আর তুমি হবে তার একছত্র অধিপতি 
সাম্রাজ্যের কোণে কোণে চর্চিত হবে প্রেমকাহিনী 
ডানা মেলে উড়ে যাব মেঘদের দেশে 
সাদা মেঘের দেশে খোলা আকাশের নিচে 
রাতের আঁধারে তারাগুলোর লুকোচুরির 
খেলার মাঝে হারিয়ে যাব চিরতরে। 
তারাদের দেশে ভেসে যাওয়া রঙিন স্বপ্নগুলোকে 
সঠিক পথের দিশা দেখাবে তুমি 
আর আমার না বলা কথাগুলোকে   
ইশারায় বুঝে নেবে তুমি।