কলমের তীক্ষ্ণ বাণের ছোঁয়ায় ছিন্নভিন্ন সুরমালা 
আমার বিচিত্র অন্ধ প্রেম!
নিয়তির অজানা রাস্তার এক কঠিন মোড়ে দাঁড়িয়ে ।
পথিক বন্ধ আঁখি খুলে দ্যাখ 
সামনে বসে আছি 
হাতে বিঁধানো বিয়োগের কাঁটাগুলো সযত্নে বের করো।
হ্যাঁ, এ সেই বিয়োগের কাঁটা,   
আঁধারের চাদর বুনে চলেছে অনন্তকাল 
দেখো ভালবাসার কিরণের চাদর বুনেছে।
উঠো কুয়া, তোমার সঞ্চয়ের পুঁজি  থেকে 
এক বাটি জল প্রদান কর 
অনপেখিত আপতিতের স্মৃতিকে ধুয়ে নেব সযত্নে।