ঘরের আঙিনায় মিছে লক্ষণরেখায়  
হৃদয় বিভাজন করেছ সুনিপুণতায় 
আপনত্বের ঘ্রাণের সুবাসে বঞ্চিত
হাহাকারের অনলে দগ্ধ চিত্ত।
কিন্তু, খবর রেখেছ কি? 
সীমারেখার ওপারে ছোট্ট অবোধ শিশু  
প্রতিনিয়ত আমার কোলের আশ্রয় খোঁজে
বাল্যমনের গভীরের ক্ষত আর প্রত্যাশা মিটবে কি?