গলির মুখে উৎসুক জটলার আসর  
কিছু খাদ্য রসিক ব্যস্ত নিরর্থক বাকবিতণ্ডায় 
সুনিপুণ রন্ধনের সুবাসে পারিপার্শ্বিক উন্মাদ   
আমার চিলতে ঘরের বন্ধ জানালার ছিদ্র বেয়ে 
ম-ম ঘ্রাণের নিঃচুপে আগমন ।
গরম তেলের ছনছন শব্দের খোঁজে উৎসুক প্রাণ 
লোভীয় মন, লালসার গোপন রথে চেপে
তন্ন তন্ন বিচরণ করে অলিতে গলিতে সুবাসের খোঁজে
পরাজিত, ক্লান্ত, পরিশান্ত, খোঁজে ব্যর্থ লালসার রণে ভঙ্গ 
আকস্মিক রহস্য উন্মোচনে প্রসন্ন মন  
একি পাশের বাড়িতেই যে মহাভোজের আয়োজন।
দুপুরের চাঁদি ফাটা রৌদ্রে উস্কুখুস্কু এলোমেলো
মাথা ভর্তি চুল নিয়ে ঘুরি-ফিরি ইতি উতি 
রগচটা কাকু কি বাড়ির অলিন্দে? 
গুরুগম্ভীর সহজাত রাগের বশে কি পায়চারীতে মগ্ন?
মমতাময়ী কাকিমাই বা কোথায়?
হয়তো অনেক ব্যস্ত নিশ্ছিদ্র আয়োজনে
অথবা কাকুর সাথে একপ্রস্ত শীতল যুদ্ধের শেষে বিশ্রামে।
কি কি রান্না হল, কল্পনায় ডুবে মন
সপ্তপদের সুগন্ধে অবিরত লালার নিঃসরণ   
বিরিয়ানির সুগন্ধ নাকের ডগায় 
ভাপা ইলিশের গন্ধ সাথে কষা মাংসের সুগন্ধ
আহা: সব কিছুই গুলিয়ে যায় ঘিলুর মাঝে 
পেটের মাঝে অদ্ভুত গড়গড়ানির শব্দ 
সত্যিই খিদে পেয়েছে।
কি অছিলায় প্রবেশ করবো প্রতিবেশীর গৃহে
যদি বারান্দার গেটে পাহারাদার হিংস্র কুকুরটার
ঘেউ ঘেউ শব্দে হৃৎস্পন্দন গতিরুদ্ধ হয়
মাথার মাঝে অজস্র বাহানা কিলবিল করে
কিন্তু সাহসের অভাবে কি 
অপূর্ণ থাকবে সুবাস ঘ্রাণের রসাস্বাদন ?
আর অভুক্ত থেকে যাবে উদর?