বসন্তের গান
আজ প্রভাতে দোলা লাগে মনে
বসন্তের হালকা শিরশিরে মাদল হাওয়া
মনে তোলে হিল্লোল
কে তুমি অতিথি কেনো ডাকো বারবার
এই বসন্তের ভরা সন্ধ্যায়
দেখছো না ওই দূরে একাকী
মহুয়ার রসপানে মাতাল দোয়েল
জুড়েছে প্রেমের সেই পুরোনো গান।
বসন্তের হালকা শিরশিরে মাদল হাওয়া
মনে তোলে হিল্লোল
কে তুমি অতিথি কেনো ডাকো বারবার
এই বসন্তের ভরা সন্ধ্যায়
দেখছো না ওই দূরে একাকী
মহুয়ার রসপানে মাতাল দোয়েল
জুড়েছে প্রেমের সেই পুরোনো গান।
প্রকাশের সময়:০১/০৩/২০১৭, ১০:৪০ মি: