কিছু সুহৃদ বন্ধুরা জিদ ধরেছিল 
বিরহের কথাগুলো বলে বিষণ্ণ মনকে হালকা করতে 
আবেগের বশে বেদনার কথাগুলো বলেছিলাম সরলমনে
কি জানি বেদনার কথাগুলোর মাঝে
ভালবাসার কথা খুঁজে পেল কিভাবে? 
সামান্য কথা কাটাকাটি থেকে দু-দলে ঝগড়ার সূত্রপাত হোল।
মধ্য রাতে বাড়ির সদর দরজায় 
একদল ব্যর্থ প্রেমিকদের অহেতুক তামাশায় 
লজ্জায় মাথা হেঁট হল 
তাদের উন্মাদনায় ভালবাসা সর্মসার হল
আর পবিত্র ভালবাসার অর্থ কালিমালিপ্ত হল পুনর্বার।