1।
উদাসী মনে প্রশান্তির হাসি 
বহুকষ্টের অর্জিত গুণ
বিনিময়ে বলিদান হয়েছে 
জীবনের সহস্রাধিক ছোট্ট ছোট্ট খুশি।
2।
আমার গল্পের চিত্রনাট্যে
তুমি এক গুরুত্বপূর্ণ চরিত্র
পাশে থাকো বা না থাকো 
শুধু মনে রেখো
তুমিই আমার জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ।

*  অন্যায় ভাবে কবিতা চুরি করে ফেসবুকে পোস্ট করলে তৎক্ষণাৎ ধরা পড়বে। 
* আইনের লঙ্ঘন করলে যথারীতি ব্যব্স্থা নেওয়া হবে।