অশীতিপর বৃদ্ধ ভিখারি
শবাসনে মগ্ন ছিল ফুটপাতের ধারে
সামনে রেখে বাবা রামদেবের ফেস্টুন।
অজান্তেই চুপিসারে স্বর্ণাক্ষরে
লেখা হল তার নামখানি 
গিনিজ বুকের রেকর্ডের পাতায় ।
বেওয়ারিশ লাশবাহী ভ্যানের অপেক্ষায়
একনাগাড়ে টানা দশ দিন শবাসন করে 
ভেঙে চুরমার করে দিল অতীতের সব রেকর্ড।

* অন্যায় ভাবে কবিতা চুরি করে ফেসবুকে পোস্ট করলে তৎক্ষণাৎ ধরা পড়বে। 
* আইনের লঙ্ঘন করলে যথারীতি ব্যব্স্থা নেওয়া হবে।