এক অলৌকিক সন্ধ্যা
ক্রমশঃ ঘনীভূত হচ্ছে সাঁঝের আকাশ
উদাসী বাদলে ঢাকা অবুঝ মন
দূরে এক এবড়ো খেবড়ো মেঠো পথ
নীরবে এগিয়ে যায় ধানক্ষেতের পাশ কাটিয়ে
সামনে আসে তেজ ধার চাকুর মত এক বাঁক
সেখানে বসে দিশাহীন একজোড়া পাখি।
উদাসী বাদলে ঢাকা অবুঝ মন
দূরে এক এবড়ো খেবড়ো মেঠো পথ
নীরবে এগিয়ে যায় ধানক্ষেতের পাশ কাটিয়ে
সামনে আসে তেজ ধার চাকুর মত এক বাঁক
সেখানে বসে দিশাহীন একজোড়া পাখি।
প্রকাশের সময়:১৮/০৯/২০১৮, ২১:১৯ মি: