বর্তমানের ফ্যাকাশে দিনগুলো ঠিক কেমন? কেমন চলছে আমাদের জীবনের রথের চাকা? বুদ্ধিহীন হয়ে ভাবলে হাসি ছাড়া আর কিছুই মগজে আসে না। অবশ্যি মাঝে মাঝে একটু চিন্তা ভাবনা করি না বললে একদমই ভুল হবে। পুংখ্যানুপুঙ্খ চিন্তা ভাবনা করে অল্প বিস্তর এক সিদ্ধান্তে উপনীত হয়েছি জীবন সম্পর্কে। মহাপুরুষদের মত চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত গ্রহণ করার মত শক্তি এখন হয়নি ।
প্রায়ই ভাবি জীবন কি? কি ভাবে এক কথায় বোঝানো যায় জীবনকে। আমার মতে জীবন হল এক সমষ্টি, তার মূল আধার সময় ও সময়ের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ, তাকে আমরা ক্ষণ নামেই জানি ।
জীবন, সময় ও ক্ষণ একে অপরের পরিপূরক ।
আবার জীবনের সাথে স্বপ্নও মিলেমিশে একাকার। এদের মধ্যের বন্ধন খুব অটুট। সম্পর্ক জীবন ও স্বপ্নের মাঝে পার্থক্য খুবই সাধারণ, বলতে পারি মুদ্রার এপিঠ-ওপিঠ মাত্র । আমরা জীবনাকে কল্পনা করি না স্বপ্নকে, সে একান্তই আমাদের নিজের হাতে।
তাই জীবনকে যদি খুবই সহজ সরল ভাষাতে ব্যাখ্যা করি তবে সময় ও ক্ষণের সাথে সাথে স্বপ্নও সামনে আসতে বাধ্য ।
তবে জীবন কি ?
জীবন হল সময়ের সাদা কাগজের দিস্তায় লেখা এক কাহানী।
তবে সময়ই কি জীবনের আধার?
উত্তর হাঁ-না দুটোই।
সময় কি?
সময় হল এক এক ক্ষণের সুখ,দুঃখ,হাসি, কান্না, বেদনা,খুশি,হার, জিত,মেলামেশা, হারিয়ে যাওয়া, খুঁজে পাওয়া ইত্যাদির প্রতি নিয়ত বাঁচার হিসাব।
আর এই ক্ষণেই লুকিয়ে জীবনের আসল রহস্য। এই ক্ষণকে ঠিকমত উপযোগ করলেই জীবন না করলে সে এক স্বপ্ন ছাড়া আর কিছুই হতে পারে না। তাই তো আমরা অহরহ শুনি জীবন এক স্বপ্ন ব্যাতিত আর কিছুই নয়।
ক্ষণ কি?
সে এক অমূল্য ধন, যা চোখ-কান খোলা রেখে এক এক করে জমা করলেই জীবন।
আর যদি আলসেমিতে শুয়ে-বসে নষ্ট হয়ে যায় তবে এক স্বপ্ন ছাড়া আর কিছুই নয়।
প্রায়ই ভাবি জীবন কি? কি ভাবে এক কথায় বোঝানো যায় জীবনকে। আমার মতে জীবন হল এক সমষ্টি, তার মূল আধার সময় ও সময়ের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ, তাকে আমরা ক্ষণ নামেই জানি ।
জীবন, সময় ও ক্ষণ একে অপরের পরিপূরক ।
আবার জীবনের সাথে স্বপ্নও মিলেমিশে একাকার। এদের মধ্যের বন্ধন খুব অটুট। সম্পর্ক জীবন ও স্বপ্নের মাঝে পার্থক্য খুবই সাধারণ, বলতে পারি মুদ্রার এপিঠ-ওপিঠ মাত্র । আমরা জীবনাকে কল্পনা করি না স্বপ্নকে, সে একান্তই আমাদের নিজের হাতে।
তাই জীবনকে যদি খুবই সহজ সরল ভাষাতে ব্যাখ্যা করি তবে সময় ও ক্ষণের সাথে সাথে স্বপ্নও সামনে আসতে বাধ্য ।
তবে জীবন কি ?
জীবন হল সময়ের সাদা কাগজের দিস্তায় লেখা এক কাহানী।
তবে সময়ই কি জীবনের আধার?
উত্তর হাঁ-না দুটোই।
সময় কি?
সময় হল এক এক ক্ষণের সুখ,দুঃখ,হাসি, কান্না, বেদনা,খুশি,হার, জিত,মেলামেশা, হারিয়ে যাওয়া, খুঁজে পাওয়া ইত্যাদির প্রতি নিয়ত বাঁচার হিসাব।
আর এই ক্ষণেই লুকিয়ে জীবনের আসল রহস্য। এই ক্ষণকে ঠিকমত উপযোগ করলেই জীবন না করলে সে এক স্বপ্ন ছাড়া আর কিছুই হতে পারে না। তাই তো আমরা অহরহ শুনি জীবন এক স্বপ্ন ব্যাতিত আর কিছুই নয়।
ক্ষণ কি?
সে এক অমূল্য ধন, যা চোখ-কান খোলা রেখে এক এক করে জমা করলেই জীবন।
আর যদি আলসেমিতে শুয়ে-বসে নষ্ট হয়ে যায় তবে এক স্বপ্ন ছাড়া আর কিছুই নয়।