ঠোঁটের কোণে স্মিত হাসির আড়ালে
ছটপট করে ছন্নছাড়া কিছু কান্না,
দুঃখ কষ্ট সহ্য করাই জীবনের অর্থ
শীতল স্রোত, তপ্ত রোদ, অভিধানের অঙ্গ।
ছটপট করে ছন্নছাড়া কিছু কান্না,
দুঃখ কষ্ট সহ্য করাই জীবনের অর্থ
শীতল স্রোত, তপ্ত রোদ, অভিধানের অঙ্গ।
সহজলভ্যতার রুপে
দূরের আকাশ হাতছানি দেয়,
হৃদয় ছোয়া এক গুপ্ত কথা,
খুবই কাছ থেকে হাত নাড়ে।
দূরের আকাশ হাতছানি দেয়,
হৃদয় ছোয়া এক গুপ্ত কথা,
খুবই কাছ থেকে হাত নাড়ে।
অদূরে দাঁড়িয়ে ক্ষুণ্নমনে
পলেস্তরা খসা স্টেশন
শেষ যাত্রীটি উসখুশ করছে
অন্তিম ট্রেনের অপেক্ষায়।
পলেস্তরা খসা স্টেশন
শেষ যাত্রীটি উসখুশ করছে
অন্তিম ট্রেনের অপেক্ষায়।
রেলের যাত্রাপথটি সীমানা ছাড়িয়ে
ক্রমশঃ শূন্যে পাড়ি জমায়
ইঞ্জিন বিহীন দু-এক টুকরো স্মৃতি
ঝুক ঝুক্ করে সন্তর্পণে এগিয়ে যায়।
ক্রমশঃ শূন্যে পাড়ি জমায়
ইঞ্জিন বিহীন দু-এক টুকরো স্মৃতি
ঝুক ঝুক্ করে সন্তর্পণে এগিয়ে যায়।