কে তুমি দাঁড়িয়ে
ছন্নছাড়া পথের শেষে!
খুঁজে কি পাওনি শরতের বিকেল?
প্রাচীন শিলালিপির অস্ফুট ঘ্রাণে।
তুমি কি জানো না!
বিধাতার সৃষ্টিতে জমেছে ধূলো
নীল হয়ে গেছে বিষাক্ত স্মৃতিরা
নির্বাসনে গেছে নীলাভ ব্যথাগুলো।
একটু কি সময় হবে তোমার?
দেখো ওই পরিত্যক্ত জীবন
কেমন ভেসে যায় নোনাজলে
সীমাহীন শূন্যতায়, কেউ নেই পাশে।
ইদানিং শব্দ বুনুনির ঝিমুনি
বড্ড বেশি বেড়ে গেছে
নাকে আসে পোড়ামাটির গন্ধ
কত কি যে তুমি ভাবো।
অনন্ত রাত, ক্লান্ত মন
ভাবছো কি স্থিরতা কেমন হয়?
ফুটপাতে সারিসারি মানুষ শুয়ে
শুধু ঘুম নেই তোমার চোখে।
দেখো, একদিন ঠিকই
মধ্য রাতের চাঁদের আলোয়
আলোকিত হবে তুমি
আলোকিত হবে তোমার স্বপ্নেরা।
জীবনের সরল পথে খাবি খাবে
মৌন বেমানান শব্দগুলো,
গিলে ফেলবে সব কালো দাগ,
অতীতের হোক কিংবা শৈশবের!
নিঃসঙ্গ গাঙচিল, ফিরে গেছে একাকী
ফিরে গেছে আরও অনেকেই
তবুও তুমি কেন দাঁড়িয়ে এখনও
ছন্নছাড়া পথের শেষে?
প্রকাশের সময়: ২৬/০৯/২০১৯, ১৫:৫৬ মি: