ধৃষ্টতার চোখে চোখ রেখে
ভোরের ঝিমুনিটাকে বশ করার ইচ্ছে ছিল
কিন্তু মমির স্তুপে হারিয়ে যেতে চাইনি
আলিস্যি ভেজা রাশি রাশি হাই তুলে খান্তি দিয়েছি
বেশি বেশি ভেবে অবাক হওযাটাই বোকামি
বরং পদ্মকুঁড়ির ভ্রুকুটি এড়িয়ে একটু ঘুরে আসি
উঠোনে ঝলমলে রোদের হাট বসেছে।
ভোরের ঝিমুনিটাকে বশ করার ইচ্ছে ছিল
কিন্তু মমির স্তুপে হারিয়ে যেতে চাইনি
আলিস্যি ভেজা রাশি রাশি হাই তুলে খান্তি দিয়েছি
বেশি বেশি ভেবে অবাক হওযাটাই বোকামি
বরং পদ্মকুঁড়ির ভ্রুকুটি এড়িয়ে একটু ঘুরে আসি
উঠোনে ঝলমলে রোদের হাট বসেছে।
শেষ রাতের অল্প কিছু উষ্ণতা,
মুঠোয় ধরে রেখেছি
অবিশ্যি, দু-এক টুকরো ফস্কে গেছে!
ক্ষতি নেই,
বহুদিন পরিষ্কার করা হয়নি রোদ চশমাখানি
ইদানিং রাস্তায় চলতে ফিরতে একটু কষ্ট হয়
দিব্যস্বপ্নও পিছু তাড়া করে।
মুঠোয় ধরে রেখেছি
অবিশ্যি, দু-এক টুকরো ফস্কে গেছে!
ক্ষতি নেই,
বহুদিন পরিষ্কার করা হয়নি রোদ চশমাখানি
ইদানিং রাস্তায় চলতে ফিরতে একটু কষ্ট হয়
দিব্যস্বপ্নও পিছু তাড়া করে।
রঙিন আলোর বৃষ্টিতে ভেজা স্নিগ্ধ শুভ্রতায়
ঘ্রাণ শক্তি হারিয়েছে স্বাভাবিভাবেই
পুলকিত মনটা নিঃশব্দে হয়ে উঠেছে খুশি খুশি
ঈঙ্গিতের জোয়ারে ভেসেছে সত্তা সমগ্র
অকস্মাত্ মনে স্বপ্নের বাড়াবাড়ি
না জেনেই বুঝলাম, মাধ্যাকর্ষণ শক্তি।
ঘ্রাণ শক্তি হারিয়েছে স্বাভাবিভাবেই
পুলকিত মনটা নিঃশব্দে হয়ে উঠেছে খুশি খুশি
ঈঙ্গিতের জোয়ারে ভেসেছে সত্তা সমগ্র
অকস্মাত্ মনে স্বপ্নের বাড়াবাড়ি
না জেনেই বুঝলাম, মাধ্যাকর্ষণ শক্তি।
অনুভবে মায়াবী দৃষ্টি,
অযথা ঝরে পড়ে যন্ত্রণার অশ্রু
হৃদস্পন্দন তার গতিকে মাঝে মাঝেই বৃদ্ধি করে
উপসর্গগুলো বড্ড ছোঁয়াচে!!
অযথা ঝরে পড়ে যন্ত্রণার অশ্রু
হৃদস্পন্দন তার গতিকে মাঝে মাঝেই বৃদ্ধি করে
উপসর্গগুলো বড্ড ছোঁয়াচে!!
তুমি আসবে বলেই কি
স্বপ্নের বাড়বাড়ন্ত বেড়েই চলেছে?
স্বপ্নের বাড়বাড়ন্ত বেড়েই চলেছে?
প্রকাশের সময়: ০২/১০/২০১৯, ২২:০৬ মি: