হাজার বছরের পুরনো ইতিহাস
ইতি উতি উঁকি দেয় ।
দিনের শেষে আমি একা
রাত্রি নামে
ঝিঁঝিঁ পোকা ডাকে
নীরবতার আয়না মুখোশ খুলে
হিসেব নিকেশ করে বিগত দিনের।
খোলা চোখে অনেক আঁধার দেখেছি
হাসির তোড়ে বিষাদও লুকিয়েছি
বিষণ্ণ দুপুরের গায়ে গা লাগিয়ে
ঝগড়া করেছি অযথা...
মন ভার করা অন্ধকার আর
টুকরো টুকরো বেমানান অভিমান
দরজার খিল এঁটে বসে ছিল
অকেজো কলিং বেল টা বাজেনি কখনোই।
ইতি উতি উঁকি দেয় ।
দিনের শেষে আমি একা
রাত্রি নামে
ঝিঁঝিঁ পোকা ডাকে
নীরবতার আয়না মুখোশ খুলে
হিসেব নিকেশ করে বিগত দিনের।
খোলা চোখে অনেক আঁধার দেখেছি
হাসির তোড়ে বিষাদও লুকিয়েছি
বিষণ্ণ দুপুরের গায়ে গা লাগিয়ে
ঝগড়া করেছি অযথা...
মন ভার করা অন্ধকার আর
টুকরো টুকরো বেমানান অভিমান
দরজার খিল এঁটে বসে ছিল
অকেজো কলিং বেল টা বাজেনি কখনোই।
স্বাপ্নিক আদর্শে বেড়ে উঠা এক প্রজাপতি
হটাৎ একদিন দরজায় পা রেখেছিল
সেদিনই বৃষ্টি নেমেছিল ঝরঝর করে
মনে মনে ভেবেছিলাম এমন বৃষ্টি?
এই অসময়ে?
আজও উত্তর খুঁজি।
হটাৎ একদিন দরজায় পা রেখেছিল
সেদিনই বৃষ্টি নেমেছিল ঝরঝর করে
মনে মনে ভেবেছিলাম এমন বৃষ্টি?
এই অসময়ে?
আজও উত্তর খুঁজি।
প্রকাশের সময়: ২৮/০৯/২০১৯, ০৯:১৬ মি: