থমকে দাঁড়ায় গভীর রাত
ধীরে ধীরে উন্মুক্ত হয় আধুনিকতার রং রস
অচিরেই ভীড় করে দৃশ্যমান সব বেবাক ভুলের দল
পুনরায়, ঘৃন্য প্রতিঘাতে কাঁপে বেহায়া মন।
নগ্ন চোখে জুড়ে ছিল শুধু অবাধ্য ঘুম
এখন ভেঙে গেছে,
দূর থেকে ভেসে আসে ফিসফিসে বিষণ্নতার সুর,
বাঁ পাঁজরে ক্রমাগত চাপ দেয়
হাঁটুজলে ডুবে থাকা স্বপ্নেরা।
চোখের জল আর বাঁধ মানে না
বিষাদের আলনা মাড়িয়ে
ঠিক মোক্ষম সময়ে
'নিশ্চুপ সময়" সজ্ঞানে মোচড় দেয়।
অনেক গল্প জমেছিল মনে
শোনানোর সাথী খুঁজে পায়নি
রঙিন খামে বন্দী লেখাগুলো
পড়ার সুযোগ হয়ে উঠেনি।
নোনাবালির মায়া ত্যাগ করে
বহুদূর হেঁটে এসেছি
ভেবেছিলাম পথিমধ্যে যদি মনচাহা সাথী মেলে
বাকি পথটুকু অনাবিল আনন্দে কাটবে।
অর্থহীন, প্রতিটি অঙ্গীকারের কথা,
হোক বর্তমানের বা অতীতের
হোক সিলেবাসের মধ্যে বা বাহিরে
কিছুই আর যায় আসে না।
সামনে শুধুই শূন্যতা আর ধূ-ধূ বালিয়াড়ি
বাকি কোনও কিছুই চোখে পড়ে না।।
@ এম ওয়াসিক আলি ২০১৯