আমার এক স্বপ্ন ছিল
চেনা জানা শহরটিকে একটু ভালোবাসবো
সে সময় ভেসে গেছে.....
মন এখন একাকী স্রোতহীন নদী।
শেষ দীর্ঘশ্বাস কবে ফেলেছি
মনে করতে পারি না
কিন্তু প্রতিছায়া আজও পাশে পাশে চলে।
সময়ের খামটি বুক পকেটে ছিল,
নাবালিকার লেখা কাঁচা প্রেমপত্র!
হাস্যকর ঠেকেছিল, কৌতূহলও জেগেছিল!
কিন্তু আলসেমির জেরে আর পড়া হয়নি
কি লেখা ছিল? কি জানি।
এক অমাবস্যার রাতে সকলের অমতে
নতুন সাথীর হাত ধরেছিল বেশ শক্তপোক্ত করে,
ভগ্নমনেই বেঁধেছিল সাত জন্মের বাঁধন
কিন্তু কপালে জোটেনি সুখ
জুটেছিল নিষিদ্ধ পল্লীর ঠিকানাটি।
আশ্চর্য দুনিয়া, সেখানে সবকিছুই রঙিন
রাত বাড়ে, পান পেয়ালার মজলিশও!
পরাজিত ম্যারমেড়ে দিন
জয়ী রাতের জৌলুস।
শহরতলীর কালঘুম এখনও ভাঙেনি
নিষিদ্ধ পল্লীর সুদীর্ঘ যাত্রা শেষে ক্লান্ত নারী
চির নিদ্রায় শুয়ে,
নিথর দেহে মাছি ভন ভন করে
সৎকার কেউ এগিয়ে আসেনি,
না গুণীজন খদ্দের না প্রতিবেশী
বেশ্যা বলে কথা!!
ঝড়ের সংকেতে উথাল-পাথাল,
মনের উত্তাপ বেড়েছে বহুগুণ
বিশ্বাস এখন মৃত
কেন সেদিন শিহরণে ছুঁয়ে যায়নি হৃদমাঝর?
কাপুরুষ ছিল নাকি ষড়যন্ত্রকারী
কিন্তু সে বিচার করে কে?
@ এম ওয়াসিক আলি ২০১৯
প্রকাশের সময়: ১৬/১০/২০১৯, ১৩:১৪ মি: