গত শীতের স্নান বিফলে গেছে
পুণ্যের থলি বিশেষ কাজে লাগেনি
সামান্য স্পর্শেই ছেঁকা লাগে
ইতি পরে 'শতাব্দী পুরনো মধুচন্দ্রিমার'।
আজকাল আষাঢ়ে গল্পের শেষ নেই
মান বাঁচাতে গা ঢাকা দিয়েছে অনেকেই
অতীতের কথা ভেবে কেউ কেউ আবার ফিরেও এসেছে
পুরনো গৌরব যদি পুনঃ-উদ্ধার হয়।
মাত্রারিক্ত খুশিতে মেতেছে জনগণ
বদলে কোতল হয়েছে বেচারা মোরগটি
কিছু নামাজি অবশ্য আমতা আমতা করেছিল
তারাই আজ ফ্যাসাদে, ফরজের নামাজ ছুটে যায়।
হয়তো খুব শীঘ্রই হবে আমদানি,
নতুন মোরগের বাকে চোখ খুলবে নামাজীর।
প্রশ্ন জাগে দুর্ভাগ্য কি দূরীভূত হবে সহজে?
চিড়ধরা সম্পর্কে লাগবে জোড়াতালি?
ফিরে আসবে সুদিন?
প্রশ্ন অনেক,আর উত্তর!
"অপেক্ষা শুধু আগামীর"।
প্রকাশের সময়: ২১/১০/২০১৯, ১৫:০৬ মি: