গুনতে থাকে উদার সিদ্ধান্তের দিন
বাঁচার তীব্র আকাংখায়
ব্রাত্য হয় অন্ধকার অতল বিবরে।
কফিনে শেষ পেরেকটিও মারা হয়েছে
অবশেষে পঞ্চত্ব প্রাপ্তি হয়
এক আকাশসম সাধ,আহ্লাদের
বড় নিঠুর পরিনতি, এইতো জীবন!
তপ্ত হ্নদয়, অস্ফুট প্রতিবাদ,
নিঃশব্দে বয়ে যায় অভিশাপের দমকা বাতাস
চিরএতিম স্বপ্ন তার অকাল প্রস্থানের মধ্য দিয়ে
হারিয়ে যায় চির অনিশ্চয়তার অতল গহ্বরে।
কল্পনার কবরে মাটি চাপা পড়ে যায়
জীবন যুদ্ধের অবিরাম সংগ্রাম
সমাধির পরে কষ্টের রোদন,
বন্ধ হয়ে যায় সম্ভাব্য কাষ্ঠের খিড়কি।
কুপকাত হয় সাদামাটা সম্ভাবনার
করুণভাবে ঘটে যায় এক স্বপ্নের অপমৃত্যু।
প্রকাশের সময়: ২২/১১/২০১৯, ১৬:০৬ মি: