হু হু করে ছুটে চলেছে জীবন এক্সপ্রেস
পড়ন্ত বিকেল থেকে অকাল বার্ধক্যের দিকে।
আলাদিনের পুরোনো চিরাগখানি
অল্পের জন্য হাতছাড়া হয়ে গেছে,
বয়স কমানোর চাবিকাঠি আর হাতে আসেনি
অপূর্ণ থেকে গেছে শৈশবের সব শখ।
পড়ন্ত বিকেল থেকে অকাল বার্ধক্যের দিকে।
আলাদিনের পুরোনো চিরাগখানি
অল্পের জন্য হাতছাড়া হয়ে গেছে,
বয়স কমানোর চাবিকাঠি আর হাতে আসেনি
অপূর্ণ থেকে গেছে শৈশবের সব শখ।
শীতের চাদরখানি, কাঁটা দেওয়া গায়ে জড়িয়ে
অভিমানের সব দরজা বন্ধ রেখে
দিন শেষের নতুন সম্ভাবনার দ্বার খুলে
তৃপ্তির পথ খুঁজে অলিখিত দর্শন।
অভিমানের সব দরজা বন্ধ রেখে
দিন শেষের নতুন সম্ভাবনার দ্বার খুলে
তৃপ্তির পথ খুঁজে অলিখিত দর্শন।
গলায় পড়ানোর লোকের অভাবে,
ঘন্টাটি পড়ে আছে অনাদরে
কেউই এগিয়ে আসে নি!!
বেড়ালের গলায় আর কে বা ঘন্টা বাঁধে?
ঘন্টাটি পড়ে আছে অনাদরে
কেউই এগিয়ে আসে নি!!
বেড়ালের গলায় আর কে বা ঘন্টা বাঁধে?
অন্ততঃ একবার সুযোগ পেলে
কাগজের নৌকায় আঁচড় কেটে
ভাসিয়ে দিতাম সাগরের জলে
পূর্ণিমার রাতে চাঁদকে বন্দী করে
লুকিয়ে দিতাম মায়ের আঁচল তলে।
কাগজের নৌকায় আঁচড় কেটে
ভাসিয়ে দিতাম সাগরের জলে
পূর্ণিমার রাতে চাঁদকে বন্দী করে
লুকিয়ে দিতাম মায়ের আঁচল তলে।
অন্ততঃ একবার সুযোগ পেলে
জীবনের লুকোচুরিতে সাম্যতা খুঁজে নিতাম
নতুন করে নকশা বানাতাম তাজমহলের
নতুন করে গোড়াপত্তন করতাম আদিম সভ্যতার,
পাহাড়ের পাদদেশে আঁকতাম দুর্ভেদ্য আঁকিবুকি।
জীবনের লুকোচুরিতে সাম্যতা খুঁজে নিতাম
নতুন করে নকশা বানাতাম তাজমহলের
নতুন করে গোড়াপত্তন করতাম আদিম সভ্যতার,
পাহাড়ের পাদদেশে আঁকতাম দুর্ভেদ্য আঁকিবুকি।
হদিশহীন আলাদিনের চিরাগখানি
পরাস্ত মন, জমেছে আবেগের পাহাড়
অপূর্ণ থেকে গেছে সব বাল্য শখ,
অপূর্ণ শৈশবের সব চাওয়াপাওয়া।।
পরাস্ত মন, জমেছে আবেগের পাহাড়
অপূর্ণ থেকে গেছে সব বাল্য শখ,
অপূর্ণ শৈশবের সব চাওয়াপাওয়া।।
প্রকাশের সময়: ২৮/১১/২০১৯, ১৬:৫১ মি:
গুগলে সার্চ দিন - ফেসবুকে সার্চ দিন