কিংবদন্তি কিছু স্বপ্ন দেখেছিলাম।
দেখেছিলাম স্বপ্নে বোনা একলা দুপুর,
গাঢ় গভীর চোখে ঈর্ষার সবুজ রঙ,
সীমার মাঝে লুকানো অসীম দিগন্ত,
লাল পলাশের ছাতা তলে নতুন পৃথিবী।
গাঢ় গভীর চোখে ঈর্ষার সবুজ রঙ,
সীমার মাঝে লুকানো অসীম দিগন্ত,
লাল পলাশের ছাতা তলে নতুন পৃথিবী।
দেখেছিলাম আস্তসূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখার,
রক্তজবার মত ক্ষতকে অনায়াসে নির্মূল করার,
পূর্বপুরুষের করতলে পলিমাটির সৌরভ লুটানোর।
রক্তজবার মত ক্ষতকে অনায়াসে নির্মূল করার,
পূর্বপুরুষের করতলে পলিমাটির সৌরভ লুটানোর।
দেখেছিলাম,অতিক্রান্ত পাহাড়,অরণ্য ও শ্বাপদের,
সঞ্জীবিত মৃত্তিকায় বর্ষণের স্নিগ্ধ প্রলেপ,
কর্ষিত জমিতে শস্যদানার খুনসুটি,
এমনই অগোছালো কিছু কিংবদন্তি স্বপ্ন।
সঞ্জীবিত মৃত্তিকায় বর্ষণের স্নিগ্ধ প্রলেপ,
কর্ষিত জমিতে শস্যদানার খুনসুটি,
এমনই অগোছালো কিছু কিংবদন্তি স্বপ্ন।
দেখেছিলাম ক্ষিপ্রগতিতে নীরবতার পরিভ্রমণ
রৌদ্রালোকে কালো মেঘের উদ্ভাসিত হওয়ার বাসনা,
সৌকর্য্যের পদধ্বনিতে স্তব্ধ বর্তমানের হকিকত,
লাল মাটিতে লেখা রক্তক্ষরণের চিত্রকথা।
রৌদ্রালোকে কালো মেঘের উদ্ভাসিত হওয়ার বাসনা,
সৌকর্য্যের পদধ্বনিতে স্তব্ধ বর্তমানের হকিকত,
লাল মাটিতে লেখা রক্তক্ষরণের চিত্রকথা।
দেখেছিলাম ধর্ষিতার আর্তনাদ, বাঁচার আকুতি,
নরখাদকের উল্লাসময় পিচাস উন্মাদনা,
বিদ্বজনদের বিবশতা, অসহায়দের অসহায়হীনতা
সমাজের নিরন্তর অবক্ষয়ের উর্ধমুখী দিক।
নরখাদকের উল্লাসময় পিচাস উন্মাদনা,
বিদ্বজনদের বিবশতা, অসহায়দের অসহায়হীনতা
সমাজের নিরন্তর অবক্ষয়ের উর্ধমুখী দিক।
এমনই আরও অনেক আজগুবি স্বপ্ন
ঠোঁট চিপে, শুষ্ক ঠোঁট পরিহাস করেছিল
পরিহাস করেছিল নিয়তি, বড়ই অদ্ভুত ঠেকেছিল
ইদানীং নিজেকে অপরাধী,অপরাধী বোধ করছি।
ঠোঁট চিপে, শুষ্ক ঠোঁট পরিহাস করেছিল
পরিহাস করেছিল নিয়তি, বড়ই অদ্ভুত ঠেকেছিল
ইদানীং নিজেকে অপরাধী,অপরাধী বোধ করছি।
কিন্তু স্বপ্ন দেখা কি গুলামী?
উত্তর আজও খুঁজি!!