পর্যাপ্ত অক্সিজেনের জোগান ছিল
স্বভাবতই গতিবেগ কমেনি
পেশিগুলো সচল ছিল, বলিয়ানও
লক্ষ্যে পৌঁছনো ছিল শুধু সময়ের অপেক্ষা,
উৎফুল্লিত ছিল সকলেই, সকলেই জানতো
বাকিটা লেখা হবে ইতিহাসের পাতায়
প্রতিটি ছত্রে ছত্রে লেখা হবে জয়গাথা,
রাতের আকাশে আসতবাতির ফুলঝুরি ঝরবে
গা ভাসবে অভিনন্দননের জোয়ারে।
কিন্তু নজর পড়েনি,
স্বভাবতই গতিবেগ কমেনি
পেশিগুলো সচল ছিল, বলিয়ানও
লক্ষ্যে পৌঁছনো ছিল শুধু সময়ের অপেক্ষা,
উৎফুল্লিত ছিল সকলেই, সকলেই জানতো
বাকিটা লেখা হবে ইতিহাসের পাতায়
প্রতিটি ছত্রে ছত্রে লেখা হবে জয়গাথা,
রাতের আকাশে আসতবাতির ফুলঝুরি ঝরবে
গা ভাসবে অভিনন্দননের জোয়ারে।
কিন্তু নজর পড়েনি,
চালকের খালি আসনটির দিকে
টনকও নড়েনি বিন্ধুমাত্র
কোথাও যেন কিছু ভুলচুক থেকেই গেছে
তালমিলের অভাবে ব্যর্থ হয়েছে কাঙ্খিত ফল।
এখন সময় দোষারোপের,
পরস্পরের প্রতি বিদ্বেষগারের।
দেখতে হবে যার গলার জোর বেশি
সে হবে বিজেতা, মুকুটের প্রকৃত অধিকারী,
গলায় পড়বে সেই সোনার পদক
হিংসেই জ্বলে পুড়ে খাক হবে প্রতিদ্বন্দ্বী।
বেশ নামকরা এক মলমের বন্দোবস্ত থাকা জরুরি
টনকও নড়েনি বিন্ধুমাত্র
কোথাও যেন কিছু ভুলচুক থেকেই গেছে
তালমিলের অভাবে ব্যর্থ হয়েছে কাঙ্খিত ফল।
এখন সময় দোষারোপের,
পরস্পরের প্রতি বিদ্বেষগারের।
দেখতে হবে যার গলার জোর বেশি
সে হবে বিজেতা, মুকুটের প্রকৃত অধিকারী,
গলায় পড়বে সেই সোনার পদক
হিংসেই জ্বলে পুড়ে খাক হবে প্রতিদ্বন্দ্বী।
বেশ নামকরা এক মলমের বন্দোবস্ত থাকা জরুরি
এমন সময়েই কাজে আসে
মূল্যের কথা ভাবা উচিত হবে কিনা জানিনা
তবে ব্যাথা বেদনা নিমেষেই উবে যায়
ঠিক কর্পূরের মত,
আর ফলাফল নিশ্চিত হাতেনাতে।
মূল্যের কথা ভাবা উচিত হবে কিনা জানিনা
তবে ব্যাথা বেদনা নিমেষেই উবে যায়
ঠিক কর্পূরের মত,
আর ফলাফল নিশ্চিত হাতেনাতে।