নিরন্তর উন্নতির পথে সমাজ
কিন্তু কুয়াশার কারণে কিছুই দেখা যায় না
লক্ষ-কোটি টাকা খরচে
আলোকিত শহরের রাস্তাঘাট
শশব্যস্ত নগরবাসী! নিত্য নতুন প্রয়োজনে
আধুনিক প্রযুক্তির ছাপ সর্বত্রই
বদলেছে যুগ, বদলেছে সকলেই
বদলায়নি শুধু ফুটপাতের মানুষগুলো।
শহরের রাস্তায় কনকনে শীতে
খালি গায়ে শুয়ে থাকা হাভাতে
মানুষগুলোর আর্তনাদ কেউ শুনে না।
পাওয়া না পাওয়ার মাঝ দিয়ে চলে যায়
এক একটি যুগ, তবুও ফেরে না হুঁশ
অসৎ আনন্দ আর পবিত্র বেদনার যুদ্ধে
পরাজিত অনেক মহৎ!
বহু কষ্টে বাস্তবতা মেপে দেখলাম
সাড়ে তিন হাত মাত্র.......!
সেখানেই ঠাঁই পাবে
সভ্য নগরবাসী ও ফুটপাতিরা একত্রে
কোনও রকমের ভেদাভেদ ছাড়া........।
এই কবিতাটি www.talkontalk.com এ প্রকাশিত হয়েছে।