যদি সবকিছুই
গড়গড় করে বলেই ফেলি
ফ্যাকাসে লাগবে জীবনের রস।
বোঝার চেষ্টা করো তো বলি
যদি বিনা কিছু বলে,
শুনতে পাও, নিঃশব্দতার আহট
বিনা বর্ষণে বৃষ্টির সারগম,
গুনগুন করে গাওয়া বাতাসের গান,
শরতের আকাশে মেঘ বাদলের রাগ,
ঊষাকালে চাঁদের বুকফাটা আর্তনাদ
তবেই বুঝবে আমার মনের ইতিহাস
কাহিনী, তোমার আর আমার পবিত্র ভালোবাসার।