কি লেখা আছে
সেই স্তম্ভের শাখাপ্রশাখায়
কিছু সাক্ষ্য, কিছু সবুত
না কিছু রোচক কেচ্ছা-কাহিনী
না অন্য কোনও ইঙ্গিত,
পুরোনো ইতিহাসের!
যার সাক্ষী না ছিলে তুমি না আমি।
সেই স্তম্ভের শাখাপ্রশাখায়
কিছু সাক্ষ্য, কিছু সবুত
না কিছু রোচক কেচ্ছা-কাহিনী
না অন্য কোনও ইঙ্গিত,
পুরোনো ইতিহাসের!
যার সাক্ষী না ছিলে তুমি না আমি।
চিত্রকরের নিপুণ তুলির আঁচড়ে
জেগেছে প্রাণের আশ স্তম্ভের কোণে কোণে,
হঠাৎই যেন জেগে ওঠেছে কিছু কাহিনী
এদিক ওদিকে ঘন কুয়াশার চাদর
তবুও অনায়াসে নজর ছুটে যায় সেদিকে
আশংকিত মন ভাবতে লাগে
কিছু কি বলতে চাই
বার্ধক্যের অন্তিম পায়দানে দাঁড়ানো স্তম্ভ !
যুগ যুগ ধরে যে মৌন...
নির্বাক দর্শক.....।
জেগেছে প্রাণের আশ স্তম্ভের কোণে কোণে,
হঠাৎই যেন জেগে ওঠেছে কিছু কাহিনী
এদিক ওদিকে ঘন কুয়াশার চাদর
তবুও অনায়াসে নজর ছুটে যায় সেদিকে
আশংকিত মন ভাবতে লাগে
কিছু কি বলতে চাই
বার্ধক্যের অন্তিম পায়দানে দাঁড়ানো স্তম্ভ !
যুগ যুগ ধরে যে মৌন...
নির্বাক দর্শক.....।
***********