বহু বছর পর আজ এসেছিলো
বিধ্বংসী ঝড়ো বাতাস
লন্ডভন্ড, ছারখার খড়কুটোর মহল
সে পাখির আর্তনাদ কেউ শুনেনি!
বেশ কিছুদিন যাবৎ,
মনে হয় বেচারি
নতুন উদ্যমে মগন মহল গড়নে।
ভাঙতে গড়তে একদিন পুনর্গঠিত মহল
দৃঢ় সঙ্কল্প ও নিরলস অধ্যবসয়ের নির্যাস,
স্বপ্নের নীড়!!
কিন্তু কেউ কি দেখেছে রক্তে মাখা
পাখির ডানায় ক্ষতক্ষতে দাগ
ভাবি, কেমনে সে উড়বে নীল গগনে
সেখানে আছে তার স্বপ্নের অভিলাষ
উত্তীর্ণ সে ধর্যের পরীক্ষায়
পরাভূত হয়েছে অশুভ শক্তি
সামনে জ্বলজ্বল করছে স্বপ্নের নীড়
বদলে দিয়েছে বলিদান, প্রাণের আহুতি
বেচারা পাখিটি.......।