16 ডিসেম্বর ও নির্ভয়া

এডমিন
2

ঘটনাটির শুরু এক রাতের অন্ধকারে
এক চলন্ত বাসে
দিনটি ছিল 16 ডিসেম্বর দু হাজার বারো।
ঘটনাটির সমাপ্তি আজ সূর্যোদয়ে
ঠিক ভোর পাঁচটা তিরিশে
দিনাঙ্ক কুড়ি মার্চ দু হাজার বিশ
তিহারের ফাঁসির দড়িতে।

দীর্ঘ টানাপোড়নের অবসান ঘটলো এক অধ্যায়ের
ফাঁসি কাঠে ঝুললো
অক্ষয়, পবন, মুকেশ ও বিনয় শর্মা।
সুবিচার পেল দেশের নির্যাতিত সব মেয়েরা
সুবিচার পেল নিৰ্ভয়া।

শেষ হলো দেশের সুদীর্ঘ এক অপেক্ষার।

Post a Comment

2Comments
  1. ধন্যবাদ আপনাকে নির্ভয়াকে সন্মান প্রদান করার জন্য।

    ReplyDelete
Post a Comment

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !