বিছানায় এপাশ ওপাশ করে
আজকাল আর ঘুম আসে না ,
মাঝে মাঝেই স্বপ্নে দেখা হয় আত্মাদের সাথে
নিয়ে আসে এক এক করে সব সংবাদ
থেমে যায় স্বপ্নের দৌড়....
চশমার পুরু কাঁচে জমেছে ধুলো
মেজাজ চড়েছে সপ্ত আসমানে
টান পড়েছে মেজাজের যোগানে
একরাশ বিরক্তি গরজের ট্যাঁকে।
যে রাতেই ভুল -নিয়েছে পত্র পাঠ বিদেয়।