আস্ত একটা দিন ছিল হাতে
নিজেকে সুখী প্রমাণ করার জন্য
দ্বিতীয় কোনও অসৎ উদ্দেশ্য ছিল না
আলসেমির রথে চড়তে কারও কি খারাপ লাগে?
কিন্তু নির্বিকল্পসমাধিতে শুয়ে শুয়ে খোঁজ করা
নিশ্চিত এক প্রাচীন ব্যাধি।
অলস দুপুর কাঁদকাঁদ গলায় জিজ্ঞেস করেছিল
হাজার বছর পুরনো ঘুমের ব্যাঘাত মেনে নিয়েছি কিনা!!
সুযোগ ছিল, নিজেকে প্রমাণ করার
কিন্তু নেতিবাচকের প্রভাবে সব মাটি
তবুও বলি আসলে ইতিবাচকতাই সব, প্রকট অনুপ্রেরণা।
বাহারি ফুলের গন্ধে মম মম গুলিস্তান
আর অনাদরে এক কোণে এক গন্ধহীন ফুল,
তবুও নিজেকে ঘোষণা দেয় ঘেঁটুর কেশর।