শৈশবের নরম তুলতুলে আঙুলগুলো
সাপের ফণার রূপ ধারণ করে
লাঙ্গলের ফাল হয়ে শুকনো মাটি চষে বেড়ায়
দেহের দ্বিগুণ বোঝা নিয়ে গাধা কেন হাসে?
বুঝতে আর দেরি নেই
সুঁই ভরাতে চোখে লাগে জ্যোতি
খালি কৌশলে হয় না আর কাজ
সামর্থ্যটাই আগে,
কম্পিত হাতে বল না থাকলে
কথার জোর খাটে না চিরকাল।।
কেউ কি বুঝলো সারমর্ম,
উচ্চতা যতোই হোক, আকাশটা নতমুখী।