আমার ছায়ার আঁধারে,
কি জানি , কতই না প্রতিচ্ছায়া...
চাপা পড়েছে অথবা আত্মগোপন করে আছে।
যেগুলো, কোনোদিনই পাশে ছিল না!
তাদের অস্তিত্বও আমার কাছে কখনোই ছিল না।
কতই না প্রতিচ্ছায়া জমেছে আঁধারের কোণে!
একে একে সব ছায়া রণভঙ্গ।
কিছু ছায়া পালিয়েছে কাঁচাপাকা চুল ছেড়ে।
কিছু নিজের চোখ-কান,
কিছু নরম নরম আঙুল।
পরাজিত আঁধার, এখন...
আমার ছায়াকে লুকিয়ে লুকিয়ে দেখে!
খোঁজে কিছু রঙ...
কিছু শব্দ...কিছু সম্ভাবনা...।
আমার ছায়ার নিঃসঙ্গতা উত্তরোত্তর বৃদ্ধি পায়
আর মৌনতা বিশেষ লক্ষণীয়!
কিন্তু কি বা করি?
নিজের হাতেই এক এক করে
একত্রিত করেছি সমস্ত প্রতিচ্ছায়া।
খুব ভয় করে আসন্ন বিপর্যয়কে.....
ছায়া ও আঁধারকে।
আর নিজ ছায়ার সাথে নিরন্তর চলতে চলতে
আজকাল হাঁফিয়ে উঠি।