আজকাল প্রায়ই....
চোখ কচলে পলক ঝপকাতেই দেখি
হাতের তালুতে নেত্রপল্লব,
কিন্তু বন্ধ চোখে ফুঁ দিয়ে উড়ায়নি কোনদিন।
আমি দেখেছি.....
রাতের আকাশে নক্ষত্রের ঝরে পড়া
তবুও মুষ্টিবদ্ধ বন্ধ চোখে কিছুই চাই নি.…...।
সেই সুখের পেছনে ছুটিনি...
যার কারণে মাথা নত হয় ক্ষণে ক্ষণে।
ইদানীং একটু আধটু টনটনে ব্যাথা অনুভব করি....
"কিছু সুখ, কাছেপিঠে ইতস্তত ঘুরাঘুরি করতো
সেগুলোও ভাগ্যে জোটে নি......"।
এমনই অগুনতিক সুখ, নাগালের ওপারে,
তাদের পুরনো সিন্দুকে তালাবদ্ধ করেছি।
কখনো সখনো তালা খুলে দেখি...
ভেতরে অনেক সুখ গিজগিজ করে।
আমার যেটুকুই সুখ বাকি আছে....
বহু ক্রোশ দূরে রেখেছি ...তালাবদ্ধ সিন্দুক থেকে
লোভের বশে কখনোই মিশিয়ে দিইনি।
যে সুখ থেকে বঞ্চিত থেকেছি অহরহ....
সেগুলোকে একাকীত্বে অনুভব করাও অদ্ভুত সুখ।
যেগুলো পেয়েছি ...
সেগুলোর বোঝ ভরণ করছি, একটু অন্য ভাবে।
যখনই সুখের বোঝ বইতে বইতে হাঁফিয়ে উঠি...
নিরুপায় হয়ে খুলে ফেলি সেই পুরনো সিন্দুক
লম্বা-লম্বা স্বাস নিই.…..একটু জোরেই
আর ক্ষণিকে দূর হয় সব গ্লানি।।