কে বলেছে বদলায় না হাতের রেখা?
যেদিন প্রথম তুমি আঁচড় দিয়েছিলে
তালুর মধ্যিখানে....
তোমার নরম কোমল আঙুলের স্পর্শে
বদলেছে আমার ভাগ্যরেখা।
হাতের হিজিবিজি রেখাগুলো
ক্ষণে ক্ষণে তোমারই উপস্থিতির সাক্ষ্য দেয়।
আর আমার জীবন রেখা
অবাধ্যতার সব সীমা ছাড়িয়ে
সব দিক নির্দেশনা ভুলে,
তোমার ঘরের চৌখাটমুখী।
আমার হৃদয় রেখা
বেঁচে আছে তোমার হৃদয়ের কম্পন শুনে
বন্ধ হয়ে যায় হৃদস্পন্দন
তোমার চলে যাওয়ার খবর শুনে।
বাকি এদিক ওদিকের কিছু রেখায়
ভেসে ওঠে তোমার চোখের মোহ
তো কখনো তোমার বাঁকা নাক
তো কখনো তোমার সদৃশ অধর।
বেচারা পন্ডিত......গভীর মনোযোগে
হাতের তালু এদিক ওদিক করে
আতস কাঁচের নীচে কিছু খুঁজে
কখনো চাকুরীর যোগ তো কখনো বিবাহযোগ
কখনোই মনোরঞ্জন তো কখনো আয়ু.....
মহামূর্খ বোঝেনা কিছুই,
আমার হাতের রেখায় ভবিষ্য নয়
দেখায়, তোমার মুখের মিষ্টি হাসি।
কিন্তু, তোমাকে আপন করার ভাগ্যরেখা
আমার হাতে মোটেও নেই
সেদিনই বদলেছে আমার ভাগ্যরেখা....
প্রথম আঁচড়েই।।