চৌখাটের ওপার

এডমিন
0
চৌখাটের ওপার

তোমার হৃদের চৌখাটে দাঁড়িয়ে
শত শতবার প্রতিজ্ঞা করেছি...
লক্ষণরেখার ওপারে,রাখবো না কদম,
দেবো না আলতো টোকাও......।

কিন্তু,বেমালুম ভুলে প্রায়ই,
খুঁজে পায় নিজেকে... তোমার হৃদ-বাসরে!
রণেভঙ্গ উদাস সৈনিকের ন্যায় ...
ক্ষুণ্নমনে ভাবী, খেলাপি প্রতিজ্ঞার কথা।

অচিরেই ভাবনার আঙিনাতে ভেসে উঠে
এক এক করে সেসব বাল্যসূলভ কারণ
অনুশোচনা নয়, ভাবলে হাসি পায়,
উদ্ভট, অর্থহীন...এক একটি কারণ.....
যেমন,
  - এইতো সামনে দিয়ে যাচ্ছিলাম,
    ভাবলাম তোমাকে একটু দেখে যায়....
  - আজ মনটা খারাপ গো... দেখার খুব ইচ্ছে হল,
  - জানো শেষ রাতের স্বপ্নে দেখি তুমি মনমরা...আর থাকতে পারলাম না।
  - হুমমমম....
  - আজ দিনটি খুব উদাস.. তোমার কি মনে হয়নি?
  - তোমাকে একটা কথা বলতে এসেছি....
  - আজ তোমার প্রিয়  চকোলেটটি এনেছি...
  - সারপ্রাইজ.…. সারপ্রাইজ, ভাবো কি? হুমমমম
  - একটা নতুন জামা কিনেছি. তাইতো দেখাতে এসেছি?
  - দুদিন সাক্ষাৎ নেই, এক পলক না দেখে থাকতে পারি না
  - তোমার মুখটা মনে পড়ছিল ....তাই...
 এমনই আর অনেকেই ....।

কাকুতি-মিনতি করেছি,বারবার
বাধ্য করেছি দরজা খুলতে,
তুমিও খুলেছো, হাস্য মুখে......
কিন্তু জানতে চাওনি কারণ
আমিও মুখ খুলিনি...
খুলবেও না আমৃত্যু পর্যন্ত....।
জানবে না কেউই প্রতিজ্ঞা ভঙ্গের কারণ।

তোমারই পাশে বসে..
তোমারই কথা বলতে... শুনতে,শোনাতে
স্মৃতিমন্থন করি প্রতিজ্ঞা আর কারণগুলি,
খুব ভালো লাগে।
পাশ দিয়ে নিশ্চুপে উড়ে যায় এক ফালি মেঘ
আমি বেহুঁশ.......
পাগলের মত হাসি .....।

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !