যে শব্দগুলো
মৌন ছিল
এখন ছটপট করে
হামাগুড়ি দেওয়া বাচ্চার মত
খিল খিল করে হেঁসে ওঠে
সময়ে অসময়ে....
কিন্তু জানি না কেন
তোমার নিকট আসতেই
লজ্জায় লাল.…...
শরমে মরে যায় নব বধূর মত
হারিয়ে ফেলে মুখের ভাষা
মনে হয় তুমিই পারো
রহস্যের কিনারা করতে
নতুবা, বুঝে নাও
মৌনতার ইঙ্গিত।।
খুব ভালো কনসেপ্ট। শুভেচ্ছা রইল।
ReplyDelete