চা কাকু ও কোরোনা

এডমিন
0
চা কাকু ও কোরোনা

আজকাল সোশ্যাল মিডিয়ায় চাকাকু কাকুত্ব উপাধিতে ভূষিত হয়েছেন। ধন্যবাদ জানাবো সেই তরুণী ও চা কাকুকে যাঁদের দৌলতে আমার একটা নতুন সংলাপ পেলাম " আমরা কি চা খাবো না"। কাকু গরীব মানুষ, তদুপরি চায়ের নেশা, এমন হট নিউজ ঝড়ের গতিতে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় করে ফেলেছে।

আমরা নরম হৃদয়ের বাঙালিরা আর কি চাই, সঠিক জায়গায় ঘা পড়েছে, এতএব ঠিক রানু মন্ডলের মতো চা কাকুও রীতিমত স্টার- নায়ক।

ব্যস, আর কোথায় যায়, যথারীতি ব্যাংক  একাউন্টে ধরাধর জমা পড়ার হিড়িক শুরু, নিউজ মাধ্যমে জানতে পারলাম সাহায্য কারীর তালিকা সুদীর্ঘ সৌরভ গাঙ্গুলি, ডোনা গাঙ্গুলি থেকে মিমি চক্রবর্তী ও আরও অনেকে।

প্রশ্ন হচ্ছে এমন লকডাউনের সময় বাইরের চা খেতে যাওয়া কি উচিৎ আর কেনই বা তরুণী ও সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে সেই চায়ের দোকানে গিয়ে ভিডিও করেছে, মনে উভয়েই দোষী।

এদিকে চা কাকুর ছেলে রীতিমতো গিটার বাজিয়ে, সাথে গরিব বাবার বিখ্যাত সংলাপ জুড়ে দিয়ে দিব্যি ব্যাংক  একাউন্ট শেয়ার করে চলেছে।

একেই বলে ঈশ্বর, আল্লা, ভগবান সহায় হলে, ভাগ্য ফিরতে খুব একটা দেরি হয় না।

শেষে, শুধু একটা কথা বলতে চাই, চা কাকুর মতো অনেক অনেক গরিব মানুষ, যাঁরা দু বেলা খেতে পাচ্ছে না, দয়া করে ওনাদেরকেও সাহায্য করুন, তবে ঢাক ঢোল পিটিয়ে একেবারেই না, দান করুন ডান হাত দিয়ে, যেন বাঁ হাতও বিন্দুমাত্র ঢের না পায়।

ভালো ও সুস্থ থাকুন, অবশ্যই ঘরে থাকুন। নিজে বাঁচুন, পরিবারকে বাঁচান। সম্ভব হলে অন্ততঃ একজন চা কাকুকে সাহায্য করুন।

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !