আমি আজ আছি
কাল থাকবে আমার স্মৃতি।
যেদিন থাকবো না আমি
সেদিন থাকবে আমার কথা।
জীবনের পাতাগুলো পাল্টাতে পাল্টাতে
হয়তো তখন ভরে যাবে বিষাদ সিন্ধু
দু চোখের অঝোর ধারাতে।
কথায়-কথায়, কখনো-সখনো
যদি মনে পড়ে সেদিনের কথা,
শব্দের ভিড় হারানো কথাগুলো
আমি সেই, অবহেলিত পথ
যেখানে পড়েছিল তোমার পদধূলি।
সবকিছুই থেকে গেছে একরকমই!
তবুও বদলেছে কিছু না কিছু।
এখন তুমি রাহী নিজ রাহার,
আর আমার ঠিকানা ঝোপর ঘর।
আমার চোখে অধরা স্বপ্নের রাহা
তোমার চোখে অধরা ঝোপর ঘর।
নিভে গেছে মাটির প্রদীপখানি
'আলো' -না ভেতরে না বাহিরে,
তলটুকুও ঘুটঘুটে আঁধারে ডুবে।
জ্বলতেও জানে না সে নিজ ইচ্ছেতে
যদি না তারে কেউ প্রজ্বলিত করে!
তবুও কেন তারে দীপ বলি?
* রাহা - পথ , রাহী- পথিক
* রাহা - পথ , রাহী- পথিক