আজ আবার এলো 26 জানুয়ারির দিন
দেশভক্তির দিন,
হৃদয়কে পুনঃ-জাগানোর দিন
দেশ জাগানোর দিন
সকালের বিশুদ্ধ কিরণের স্পর্শে
ভেঙে গেল প্রাণের প্রিয় ঘুম
দূর থেকে ক্ষীণ স্বরে ভেসে আসছিল দেশ ভক্তির গীত
"জাঁহা ডাল ডাল পে....ওহ ভারত দেশ হ্যায় মেরা"।
অনেক মান অভিমান জমে ছিল মনে
অনেক রাগ, ক্ষোভও জমেছিল
ধিকধিক করে জ্বলছিল মনের কোণে
অনেক আশা নিরাশার বাদল জমেছিল ঈশান কোণে
মোহ ভঙ্গ হয়েছিল জীবনে।
এককাপ চায়ে চুমুক দিতে দিতে আনমনে
চালু করলাম মহা ইডিয়ট বক্স
হঠাৎ মনের মাঝে অদ্ভূত শিহরণ দৌড়ে গেল
রোমাঞ্চিত মনের কানন
আলাদা আলাদা রংবেরঙের ঝাকি
ঝাঁকঝমকপূর্ণ পোশাকের বাহারি
সাজে সজ্জিত খুশিতে পাগল মানুষ
প্রাণপ্রিয় দেশের ঐশ্বর্য সমবৃদ্ধি প্রদর্শন
পুনঃ খুশিতে নেচে উঠলো মন
খুশিতে গেয়ে উঠলো মন
"ফির ভি দিল হ্যায় হিন্দুস্থানী.."
হৃদয় জুড়ে শুধু এক ডাক
"সারে জাঁহা সে আচ্ছা হিন্দুস্থান হামারা, হামারা..."।