যখন 'আমি' কিছু পড়ি
আর সেগুলি যদি
অত্যন্ত রুচিশীল,মনোগ্রাহী, বিষ্ময়কারী হয়
তবে ভাবি, কোন দিনই অন্তত: আমি
এমন উৎকৃষ্ট ভাবনা, ভাবতে পারবো না।
কিছু গ্লানি কুঁড়ে কুঁড়ে খায়
অতি সাধারণ চিন্তাধারা আমার।
ভালোই হতো যদি
উৎকৃষ্ট চিন্তা-ভাবনা থেকে বিরত থাকি।
এমন হীন-ভাবনা জাগানো বইগুলিকে,
দেরাজের কোণে তুলে রাখি।
যখন 'আমি' কিছু পড়ি
আর সেগুলির মান যদি সাধারণ হয়
তবে ভাবি, আমিও লিখতে পারি
সাধারণ, রুচিশীল, মনোগ্রাহী।
তারপর ভাবি,
হৃদয় নিচড়ে যদি কিছু লিখেই ফেলি
আর মুখ ফিরিয়ে নেয় সকলেই,
এমন কদরহীন বইগুলিকেও
দেরাজের আস্তাকুঁড়ে ফেলে রাখি।
ধীরে,ধীরে একদিন
মুক্ত হয়ে যাই উদ্ভট সব চিন্তা-ভাবনা থেকে,
অন্যের লেখা পড়তে,
মনের কিছু কথা লিখতে
আর অন্যকে পড়ানোর জেদ থেকে।
এখন আমি বাঁধনহীন
চিন্তাগুলো ডানা মেলেছে মুক্ত গগনে,
বিহঙ্গের মত উড়তে ইচ্ছে করে
মুক্ত আমি আজ,
আজগুবি সব চিন্তাভাবনা থেকে।
পড়তে,পড়ানোর জেদ থেকে
আজ, মুক্ত আমি ।