আজ মুখমণ্ডলে কোঁচকানো বলিরেখা
মধ্যযুগীয় ডাইনির চেয়েও
কুৎসিত-কুরূপ।।
আগামীর
কোনও কল্পনা নেই
শুধু আছে আশংকা।
যদি ডানা দুটি ছেঁটে ফেলা হয়
আর যদি উড়তেই না পারি,
মধ্যকাশে
দুর্ঘটনার সম্ভাবনা পদে পদে!
সামনে অনন্ত পথ!
অপেক্ষায় অকাল বিনাশ!
অযথাই, আগামীর ভয়ে
ডানা দুটি খসে গেছে চিরতরে,
তাইতো,
আজ মুখমণ্ডলে কোঁচকানো বলিরেখা
মধ্যযুগীয় ডাইনির চেয়েও
কুৎসিত-কুরূপ।
সত্যি, সত্যি কি কোনও এক আগামীর জন্য
বেশ শক্তপোক্ত একজোড়া ডানা চাই?
নাকি,
দৃঢ় বিশ্বাস রাখবো কি,
আমিও অনায়াসে উড়তে পারি!
আমিও দৌড়াতে পারি
বার্ধক্যের অন্তিম সময় পর্যন্ত।