ভরসার আড়ালে
বিধ্বস্ত মন আস্ত আড়াল খোঁজে
ধর্ষিত হয়েছে গোটা একটা মন
চিন্তাগুলো, অফ পিরিওডে বসে ভাবে
সহানুভূতি আদায়ের চেষ্টায় কাঁদবে কিনা?
খারাপ সম্পর্কগুলো ভাঙেনি, জোড়েওনি
হাজার বছর পথ হেঁটেও
অভিনয় আর শেষ হলো না
নিঃশব্দে বেড়ে ওঠা আগাছা
ছেটে বাদ দিলে কষ্ট হয় না
শরীর মন তৎক্ষণ ভদ্র ছিল
ভদ্রতা যতদূর সাথ দিয়েছে
স্রোতের বিপরীতে অভিনয় করে
অভিমানের দ্বীপে নিঃস্ব অন্তর মন।
নির্দিষ্ট জন্মদিনটি আর ফিরে আসেনি
তবুও এতো হৈচৈ?
উফ এরা কারা?
হাঁক ডাক শুনে নিন্দুকেরা পালিয়ে যায়।
জীবনের শেষ বেলাটা বড্ড ম্যাড়মেড়ে
নতুনত্ব কিছুই নেই
বৃদ্ধাশ্রমের কিছু চেনাজানা মুখগুলো ছাড়া।