মিথ্যার চাদর তলে

এডমিন
0

অন্ধ ভালোবাসা,
বারবার মাথা তুলে দাঁড়ায়
সবাই মজে পৃথিবীর মায়া মোহে
সন্তান-সন্তটির প্রতি,
অন্যায়-অবিচারের প্রতি,
বিলাসবহুল জীবনের প্রতি,
পাপ-দুরাচারের প্রতি।

নিকটস্থরা বলে,
ঘর-বাড়ি, ধন-দৌলতের কথা
সবাই দেখায় ঐশ্বর্যের হম্বিতম্বি
আর আমি দেখি, তারা চারজনের কাঁধে শুয়ে।

মিথা দায়বদ্ধতা আর লোক দেখানো শ্রদ্ধা-ভক্তি
সর্বত্রই দেখা মেলে, মেকি ছাড়া আর কি?
সবাই ব্যস্ত লোক দেখানো অদ্ভুত জীবনযাপনে
কেউ বা বইয়ের পাতায় মুখ গুঁজে,
কেউ বা অন্যের চরণ-পাদুকার সেবা করে
দেখে লজ্জিত বোধ করি,
বেঁচে আছি কিনা বলতে পারবো না!

এমন ধুঁয়া, প্রায়ই বাতাসে মিলিয়ে যেতে দেখেছি
নির্ধারিত জীবন যাপন, ভবিষ্যতের ভাবনা
আর সমাজের নিয়মকানুন।
লুকিয়ে ফেলেছি অহংকার মাটির গভীরে
সকলেই, নিজেকে প্রভাবশালী ঘোষণা করেছে
খুব ভয় পায়, হীনমন্যতায় ভুগী
ঐশ্বর্যের ভিড়ে সকলেই একা
কিন্তু কেউ কি স্বীকার করেছে যে -'তার কোনও অস্তিত্বই নেই'
মিথ্যার চাদর জড়িয়ে বেঁচে আছে!!

অবিদিত নয়, সকলেরই জানা আছে
সত্য থেকে বেশি দিন দূরে থাকা যায় না
সত্য, মৃত্যুর আগেই সব হিসেব নিকেশ বুঝে নেয়।

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !