ক্রমশই চওড়া হয়েছে ক্ষত.....
অন্তত: ঠেকে শেখার সুযোগ ছিল
সহনশীলতা অনেক কিছুই শেখায়,
কিন্ত মনের ক্ষত, সহজে সারে না।
পথটা অবশ্যই মনে রেখেছিলাম
পাশে ছিল নামহীন ক্ষতগুলো
গল্পে মশগুল ছিলাম বলেই
ব্যয় হওয়া সময়টুকুর হিসেব রাখেনি।
সময়ের কাছে চাওয়ার কিছু ছিল না
পাশে থাকার ইচ্ছেটুকু ছাড়া।
মাপা মাপা হাসি ছিল,
দূরত্ব কমানোর ভরসার ছিল
কিন্তু চিন্তারা, কোনদিন পাশে ছিল না।
সজ্ঞানে ক্ষত, কত শখ ত্যাগ দিয়েছে।
ব্যর্থতার সাথে পরিচয়টুকুও গোপন রেখেছে ।
সময়ের সাথে ঠাণ্ডা লড়াইয়ে নিন্দিতও হয়েছে।
এক বুক আকাশ ছিল, শূন্য ভেবে .......
অবসাদের হাতে সঁপেছে
বদলে ভরসার সীমানা সংকুচিত হয়েছে
আর ক্ষতের সীমানা প্রসারিত......।