নভোমণ্ডলের শেষ পর্যন্ত
বা সময়ের শেষ সীমা পর্যন্ত
এমনই অনেক অব্যক্ত কথা আছে
কিন্তু আমার অহং সেসব বোঝে না।
অনেক কিছুই, অহং এর মুঠোয় আসেনি
যেমন,
বাতাসে ভেসে যাওয়া সংগীত,
সকালের মিষ্টি রোদ,
পুণ্যের সুগন্ধি
কিংবা ছুঁয়ে যাওয়া সমুদ্রের ঢেউ।
শেষ এখানেই থেমে নেই
তারপরেও,
অনেক সহজ সরল কোণ,
সযত্নে দূরে রেখেছি অহং থেকে
সেগুলো, অত্যন্তই প্রাণ-প্রিয়।
অহং, কিছু বুঝে ওঠার আগেই
হৃদয়ে,
আপন করে রেখেছি তাদের
সন্দেহের বিন্দুমাত্রও অবকাশ নেই
যেখানে আছে নিরিবিলি বাতাবরণ
যার গভীরতা ছুঁয়ে যায় মন-কানন
তার পরশে আগলে রেখেছে আমায়
বাধ্য অহং, ক্রমে দূরে সরে যায়।
মোটাসোটা বইয়ের পাতা হোক
বা পাতলা দিস্তার খাতা
কিংবা মুড়ে রাখা এক টুকরো কাগজ,
সবেতেই লেখা যায় শর্তহীন সব কথা
"স্নেহ-মায়া, শ্রদ্ধা-ভক্তি, সেবা-ত্যাগ,
এমনই আরও কিছু পরিচিত কথা
যা অহং থেকে সম্পূর্ণ আলাদা
আমার ভালোবাসার কথা।